সাতকানিয়া থানাধীন উত্তর ঢেমশা গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রয়াত ছায়া রাণী দাশের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্তরঞ্জন দাশ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসাসেবা প্রদান করেন প্রয়াত চিত্তরঞ্জন দাশ ও প্রয়াত ছায়া রাণী দাশের পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
এতে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও সমাজের দরিদ্র জনগোষ্ঠীসহ বিভিন্ন স্তরের শতাধিক রোগী চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।