১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জিয়ার মরণোত্তর বিচার এবং ২১শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়াকে দেশে এনে দন্ড কার্যকরের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা। গতকাল মোহাম্মদ আবু তৈয়বের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে উত্তরের বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। চট্টগ্রাম রেলস্টেশন চত্ত্বর থেকে শুরু হওয়া এই মিছিল নগরীর আলকরণ মোড় হয়ে দোস্তবিন্ডিংস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে ৭ উপজেলা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে রেলওস্টেশন চত্ত্বরে জড়ো হন যুবলীগের নেতাকর্মীরা। এসব মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা আলাউদ্দিন, জামসেদুল আলম শিবলু, শওকত আনাম, মাহমুদুল হল, শাহেদ কাদের, আমিন, শায়েস্তা খান, শিমুল গুপ্ত, ফরহাদ হোসাইন, সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।