দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি মো. ইলিয়াস আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইলিয়াস আলীকে বহিষ্কারের বিষয়টি জানায় কেন্দ্রীয় যুবদল। এতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়–দায়িত্ব দল নিবে না বলেও উল্লেখ করা হয় এতে।
বহিষ্কারের বিষয়ে মো. ইলিয়াস আলী আজাদীকে বলেন, কি কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে তা জানি না। আমি সাংগঠনিক কোনো অপরাধ করলে কারণ দর্শানো নোটিশ দিতে পারত, ব্যাখ্যা চাইতে পারত, কিন্ত তা করা হয়নি। কোনো নোটিশ দেয়া ছাড়াই বহিষ্কার করা হয়। তবে আমি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হককে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছিলাম। এ জন্য তার প্রতিপক্ষের রোষানলের স্বীকার হয়েছি।











