উত্তর জেলা মৎস্যজীবী লীগের সভা

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের এক সভা সম্প্রতি সংগঠনের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন এম. শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম.এ গফ্‌ফার কুতুবী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সদস্য এম.এ মোতালেব তালুকদার। বক্তব্য রাখেন উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম.এ হাসেম, মো. মোরশেদ আলম চৌধুরী, লায়ন রিমন মুহুরী, সদস্য আব্দুস সালাম, জাফর আহমদ খাঁন, মনজুর আহম্মেদ, সৈয়দ জাহেদুল আলম, মো. শাহাবুদ্দীন, মো. রফিক, মো. জসিম উদ্দীন, আলী আকবর, কায়সার চৌধুরী, সন্দ্বীপের রিদোয়ান বারী, সাইফুল ইসলাম, জাফর উল্লাহ খাঁন, কামাল হোসেন, সাহাবুদ্দীন, রনি দাশ রকেট, আমিনুল হক, মো. দিদারুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলা উপজেলার সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের গাছুয়ায় আ. লীগের সভা
পরবর্তী নিবন্ধপদ্মবীণা পদক গ্রহণ করলেন কবি রাশেদ রউফ