চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। একই সঙ্গে স্থগিত করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও। এছাড়া উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ বিএনপি ও যুবদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ বিষয়ে পৃথক চিঠি ইস্যু করে বিএনপি। এর আগে বিকালে রাউজান–রাঙামাটি সড়কের সর্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন গোলাম আকবর খোন্দকার। এ ঘটনার জের ধরে রাতে উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয় এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়।
কমিটি বিলুপ্তির চিঠিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জানা গেছে, ২০২০ সালের ২৩ ডিসেম্বর গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৪৩ সদস্যের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
যে অভিযোগে গিয়াস কাদেরের পদ স্থগিত : ভাইস চেয়ারম্যানের পদ স্থগিত করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া চিঠিতে বলা হয়, আপনি কয়েক মাস যাবত নিজ এলাকায় দলের অভ্যন্তরে হানাহানি, সংঘাতে মদদ দেওয়ার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বারবার দল থেকে সতর্ক করার পরেও আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিএনপি ও যুবদলের ৫ জন বহিষ্কার : পৃথক চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে উত্তর জেলা বিএনপির তিন নেতা ও যুবদলের দুই নেতাকে। এরা হচ্ছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী ও যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে।
তাদের কাছে ইস্যু করা চিঠিতে বলা হয়, তারা দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। তাদের অসহিষ্ণু আধিপত্যকামী মনোভাবের জন্য দলের ভেতরে দ্বন্দ্ব ও সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। বারবার সতর্ক করা হলেও তারা দলের ভেতরে বিশৃঙ্খলা অব্যাহত রেখেছেন। তাই দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হলো।