উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার বেলায়েত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তভুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে অর্ন্তভুক্ত করা হয়। এর আগে ২০২০ সালের ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৩৯ সদস্যের উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছিল। সদস্যপদ পাওয়া ইঞ্জিনিয়ার বেলায়েত বিএনপি’র ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী।

পূর্ববর্তী নিবন্ধপাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল
পরবর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ্‌ কমপ্লেক্সে যৌতুক ও মাদকবিরোধী সমাবেশ ৬ মার্চ