আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে এক রোল মডেল, তাই তার হাতকে শক্তিশালী করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদমুক্ত অসামপ্রদায়িক দেশ গঠতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগকে একটি মডেল সংগঠনে পরিণত করতে হবে। সদ্য অনুমোদনপ্রাপ্ত উত্তর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার নন্দনকাননস্থ বাসভবনে মতবিনিময়কালে সাবেক মন্ত্রী উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাশেম চিশতি, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মহিউদ্দিন বাবলু, ইঞ্জিনিয়ার হারুন, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাভলু, প্রদীপ চক্রবর্তী, নাজিম উদ্দিন তালুকদার, ডা. সেলিম, নুর খান, ইয়াছিন মাহমুদ, আবুল বশর, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সেলিম উদ্দিন, বখতের সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, আব্দুল্লাহ আল বাকের ভূইয়া, ফোরকান উদ্দিন আহমেদ, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।