উত্তর গোবিন্দারখীল প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষকা মনোয়ারা বেগমের সভাপতিত্বে গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষিকা দিল আফরোজা তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবছার উদ্দিন সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি শফিউল আজম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য নুর মোহাম্মদ খান, সেলিম চৌধুরী, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মীরা রানি সেন, রাশেদা বেগম, আয়শা পারভীন, সমাজকর্মী শফিকুল ইসলাম।

শেষে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম বলেন, আমাদের শিক্ষার্থীরা পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করেছে। তাদের সাফল্য আমাদের জন্য গর্বের। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধহাসনাতের বার্ষিক আয় সাড়ে ১২ লাখ, সম্পদ ৫০ লাখ টাকার
পরবর্তী নিবন্ধ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছে