দক্ষিণ রাউজানের উত্তর গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমিতে হিফজ বিভাগ উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে গত শুক্রবার বাদে আছর একাডেমির হলরুমে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মদুনাঘাট ইউনুসিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার মোহাতামিম হযরত মাওলানা মোহাম্মদ সেহাব উদ্দীন।
একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আহমদ সৈয়দের সভাপতিত্বে আলমগীর হায়দারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রাশেদ। এতে আরো বক্তব্য রাখেন মৌলানা আবদুল জব্বার, মৌলানা আবদুস সমি,মৌলানা হারুন, মৌলানা আবু বক্কর , প্রবাসী হাজী মো.ইলিয়াছ, মোহাম্মদ হোসেন, মো.ইয়াকুব, মো.ওসমান, মো,ইকবাল, মিজানুর রহমান, মাসুদুল ইসলাম, মৌলানা মোজাম্মেল হক, মৌলানা জামাল উদ্দীন, মো.ইউসুফ,মো.হারুন , মৌলানা মো.সৈয়দ, ইমাম উদ্দীন, রোকন উদ্দীন প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রধান অতিথি মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিঞ্জপ্তি।