রাউজানের উত্তর গশ্চি তালিমুল কোরআন মহিলা মাদ্রসার উদ্বোধন করা হয়েছে গত সোমবার। উত্তর গশ্চি তালিমুল কোরআন নুরানী একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম রাউজানের প্রধান উপদেষ্ঠা মৌলানা সেহাব উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম রাউজান শাখার সাধারণ সম্পাদক মৌলানা শফিউল আলম, বদু পাড়া মাদ্রাসার মোহতামিম আবদুস সমি, খন্দকিয়া কাশেফুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম মৌলানা আবদুল জব্বর, খলিলাবাদ মাদ্রসার মোহতামিম মৌলানা ওসমান খলিলাবাদী, পলোয়ান পাড়া মাদ্রসার মোহতামিম মৌলানা শফিকুর রহমান। নুরানী একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চলানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলানা নুরুল আলম বখতেয়ার, মৌলানা হারুন, মৌলানা আবু তাহের, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ শাহজাহান, আবদুস ছবুর, মৌলানা মাহমুদ উল্লাহ, মোহাম্মদ হারুন মাস্টার, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ এয়াসিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুফ, মৌলানা কামাল উদ্দীন, মৌলানা আবদুল্লাহ, হাফেজ আনিস প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও নুরানী একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র–ছাত্রীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।