উত্তর ক্যারিবীয় অঞ্চলজুড়ে মেলিসার তাণ্ডব, হাইতিতেই ২৫ মৃত্যু

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

উত্তর ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় মেলিসা বুধবার কিউবার দ্বিতীয় বৃহত্তম শহরকে দুমড়েমুচড়ে দিয়ে, শত শত গ্রামকে বিচ্ছিন্ন করেছে। শক্তিশালী এ ঝড়টি জ্যামাইকাকেও তছনছ করে দিয়েছে; এর প্রভাবে হাইতিতে প্রবল বর্ষণ ও বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেলিসাকে রেকর্ড শুরু হওয়ার পর এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলের তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড় বলছে আবহাওয়া পূর্বাভাসদাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার। শ্লথগতিতে অগ্রসর হওয়ার কারণে এর প্রভাবে ধ্বংসযজ্ঞও তুলনামূলক বেশি হচ্ছে। ঝড়টি ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ হাইতিতে সরাসরি আঘাত হানেনি, কিন্তু এর প্রভাবে কয়েকদিন ধরে সেখানে তুমুল বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে, সিংহভাগ মৃত্যুই হয়েছে রাজধানীর ৬৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর পেটিগাভে নদীর পানি উপচে হওয়া বন্যায়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধভারতে জিম্মি সংকট: পুলিশের অভিযানে ১৭ শিশু উদ্ধার
পরবর্তী নিবন্ধচীনের শুল্ক হ্রাসের ঘোষণা ট্রাম্পের