উত্তর কোরিয়া সফলভাবে একটি নতুন দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যেটি জাপানকে আঘাত করতে সক্ষম বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। গতকাল সোমবার কেসিএনএ জানিয়েছে, এই পরীক্ষায় মিসাইলটি ১,৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। শনি ও রোববার পরীক্ষাগুলো করা হয় এবং ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই পড়েছে বলে জানিয়েছে তারা। অর্থনৈতিক ও খাদ্য সঙ্কট থাকার পরও উত্তর কোরিয়া অস্ত্র তৈরিতে সক্ষম বলে খবরে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই পরীক্ষার নিন্দা করে বলেছে, ঐ অঞ্চলের নিরাপত্তার জন্য এটি বড় একটি হুমকি তৈরি করেছে। জাপান সরকারও বলেছে, এই পরীক্ষা তাদের জন্য উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। কিন্তু এ ধরনের ক্রুজ মিসাইলের পরীক্ষার ওপর কোন নিষেধাজ্ঞা নেই। নিরাপত্তা পরিষদ মনে করে, ব্যালিস্টিক মিসাইল অনেক বড় হুমকি সৃষ্টি করতে পারে। কারণ এর পাল্লা যেমন দীর্ঘ হয়, তেমনি এটি বড় আকারের এবং শক্তিশালী বোমা বহন করতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য ছোট ওয়ারহেড নির্মাণে প্রয়োজনীয় প্রযুক্তি উত্তর কোরিয়া আয়ত্ত করেছে কিনা তা পরিষ্কার হওয়া যায়নি, কিন্তু ছোট বোমা উৎপাদন তাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে চলতি বছরের প্রথমদিকে বলেছিলেন দেশটির নেতা কিম জং উন। মার্চে পরীক্ষামূলকভাবে একটি নতুন কৌশলগত স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পর আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দেশটি।