উত্তর কাট্টলী মহিলা আ. লীগের সমাবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের আওতাধীন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সমাবেশ গত ৬ই মার্চ নগরীর উত্তর কাট্টলী সিটি গেট এলাকায় অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল নাঈম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুর জাহান রুবি। নাছিমা আকতার ও উষার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন রেহেনা বেগম রানু, মুনমুন চৌধুরী, সবিতা বিশ্বাস, রহিমা বেগম, জবা সাহা, তাহমিনা বিনতে পান্না। সমাবেশ শেষে জান্নাতুল নাঈম চৌধুরীকে আহ্বায়ক সুমা দাশকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে মৎস্যজীবীদের মাঝে ১৬টি গরুর বাছুর বিতরণ
পরবর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কর্মশালা