উত্তর কাট্টলীতে জলদস্যু আটক

ফিশিং বোট আটকে দুই লাখ টাকা দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে মকছুদ আলম (৩৯) নামে এক জলদস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ মিডিয়া সেলের সহকারী পরিচালক নুরুল আবছার। তিনি জানান, গত ৮ এপ্রিল পতেঙ্গা এলাকা থেকে একটি ফিশিং বোট কুতুবদিয়া এলাকার তাবলারচর বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায় সে। এরপর বোট মালিকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থেকে বোটটি উদ্ধার করে র‌্যাব। এরপর ঢাকা ট্রাংক রোডস্থ ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেডের ভেতরে অভিযান চালিয়ে মকছুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় জলদস্যু আইনে ও কক্সবাজারের কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানান নুরুল আবছার।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের মুখে হাসি ফোটাতে ঐক্যবদ্ধ চেষ্টার প্রয়োজন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত