উত্তর কাট্টলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক

| শুক্রবার , ২৫ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী ওয়ার্ডের আলী চাঁন রোডের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা নিরসন করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আকবরশাহ থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ জন আনসার ব্যাটালিয়ান সদস্য ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি ধ্বংস করে কোনো স্থাপনা হতে পারে না
পরবর্তী নিবন্ধগৌরবময় ঐতিহ্যের ধারক হিসেবে ভূমিকা রাখছে চট্টগ্রাম সমিতি ঢাকা