বাঁশখালী উপজেলায় উত্তর কদম রসুল ছাত্র সংসদের ৭তম মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। এবারও ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন করা হয়। এতে বাঁশখালীর প্রাথমিক, মাধ্যমিক এবং কেজি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যেখান থেকে মেধার ভিত্তিতে ৪৪ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ এবং শিক্ষা সামগ্রী দেয়া হয়। সেই সাথে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উকরছাস’র পক্ষ থেকে এনামুল হক চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক –২৪ প্রদান করা হয়।
উত্তর কদম রসুল ছাত্র সংসদের সভাপতি মিজবাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক শেখ কায়েম উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও মধ্য কদম রসুল আদর্শ স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইছারুল আলম খোকন, সংগঠনের উপদেষ্টা মাস্টার শেখ হোসাইন, মহিলা ইউপি সদস্য ফারভিন আক্তার, জয়নুল আবেদীন, ডাঃ মনছুরুল আলম, অভিভাবক, সজেতন নাগরিক ও সংগঠনের সাবেক বর্তমান সংগঠকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।