নগরীর উত্তর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ডের পানওয়ালা পাড়া, বড় মসজিদ সংলগ্ন, মাজার গলি, অসুস্থ কুটুমদের দেখতে যান, জাবেদ নুরুল ইসলাম ও মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাবেদ নজরুল ইসলাম। মো. শাহাজানের সভাপতিত্বে ও মুসলেমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আকবর আলী, মো. সুমন, হাজী কবির, সবুর মেম্বার, মো. ওসমান, মো. ইলিয়াছ, মো. সাহেদ, মো. মহসিন, রফিকুল ইসলাম, সাইদুল মনছুরী, খোকন দরদী, ফারুক, দেলোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।