উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো অত্যাধুনিক সুজুকি ভিটারা ব্রেজা

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড উইকেড এসইউভি সুজুকি ভিটারা ব্রেজা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বাজারজাত শুরু করেছে। নতুন ভিটারা ব্রেজা আকর্ষণীয় এবং বোল্ড লুকে নতুন ফিচার আর প্রিমিয়াম ইন্টিরিয়র নিয়ে বাজারে এলো।
স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও উন্নত স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সঙ্গে শক্তিশালী ১ হাজার ৫০০ সিসির কে সিরিজ পেট্রোল ইঞ্জিন সজ্জিত ভিটারা ব্রেজার সিংগেল টোন ভেরিয়েন্টের দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা। ডুয়েল টোন ভেরিয়েন্টের দাম ২৫ লাখ ৫০ হাজার টাকা।
প্রতিটি ভিটারা ব্রেজা গাড়ির জন্য উত্তরা মোটর্স দিচ্ছে তিন বছর বা ৫৫ হাজার কিলোমিটারের সুজুকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি এবং ১২টি ফ্রি সার্ভিস সেবা। সম্প্রতি প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড রহমান এবং হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান নতুন ভিটারা ব্রেজা বাজারজাতকরণের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগারাংগিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান