উত্তরা মোটর্সের সুজুকি গাড়ির ফ্রি সার্ভিস ক্যাম্প

| বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স লিমিটেড সব সময় গাড়ির ক্রেতাদের চাহিদা অনুযায়ী সময় উপযোগী গুণগত মানের আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী সুজুকি গাড়ি সফলতার সাথে বাজারজাত করে আসছে। এর পাশাপাশি বিক্রয় পরবর্তী সেবার উপরও অধিকতর গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গত ১১ জুন উত্তরা মোটর্সের সার্ভিস সেন্টার তেজগাঁও, বেগুনবাড়ি ঢাকায় শুরু হল সুজুকি সার্ভিস কার্নিভাল। এই সার্ভিস কার্নিভাল আজ শেষ হবে। উত্তরা মোটর্সের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমানের সার্বিক তত্বাবধায়নে এ সার্ভিস ক্যাম্পে গতকাল পর্যন্ত ১৫০ টিরও বেশি সুজুকি গাড়ি স্বয়ংক্রিয় ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা ফ্রি চেকআপ ও সার্ভিস করা হয়। তাছাড়া বিশেষ অফার হিসেবে থাকছে লেবার চার্জের উপর ২৫% ও জেনুইন পার্টসের উপর ১০% পর্যন্ত ছাড়, এই বিশেষ অফার চলবে আগামী ১ মাস পর্যন্ত। উত্তরা মোটর্স আধুনিক সব বৈশিষ্ট্য সমৃদ্ধ সুজুকির বিভিন্ন মডেলের স্মার্ট হাইব্রিড ও এসইউভি গাড়ি সফলতার সহিত বাজারজাত করছে। এ পর্যন্ত সারাদেশে ৫০ হাজারেরও অধিক সুজুকি কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুল্যান্স বিক্রি করেছে। উত্তরা মোটর্স নিজস্ব ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদিত
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা