উত্তরা মোটর্সের দেশব্যাপী ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট

| মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

উত্তরা মোটর্স লিমিটেড তাদের অনুমোদিত সকল বাজাজ মোটরসাইকেল ডিলারদের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ানদের নিয়ে দেশব্যাপী ‘ন্যাশনাল মাস্টার ম্যাক স্কিল কনটেস্ট বাংলাদেশ-২০২২’ এর আয়োজন করেছে। উক্ত কনটেস্টে সারা দেশ থেকে ২৮৬ জন দক্ষ টেকনিশিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১২০ জন প্রতিযোগিকে বাছাই করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ১৬ জন টেকনিশিয়ান জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়।
সম্প্রতি উত্তরা মোটর্স লিমিটেডের সার্ভিস সেন্টার তেজগাঁও, ঢাকায়, জাতীয় প্রতিযোগিতায় উত্তীর্ণ উক্ত ১৬ জন প্রতিযোগি লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ১৬ জন প্রতিযোগি থেকে উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ৩ জন প্রতিযোগিকে চ্যাম্পিয়ন, ১ম রানারআপ এবং ২য় রানারআপ ঘোষণা করেন। বিজয়ী ৩ জন পরবর্তীতে ভারতের বাজাজের গ্লোবাল কনটেস্টে অংশগ্রহণ করতে এবং কারখানা পরিদর্শনের সুযোগ পাবে। মতিউর রহমান অনুষ্ঠানে বলেন, প্রত্যেক টেকনিশিয়ানকে বিক্রয়োত্তর সেবাপ্রদানে আন্তরিক ও সচেষ্ট থাকতে হবে এবং ক্রেতাদরেকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, তিনি সকলের সু-স্বাস্থ্য কামনা করে বিজয়ীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্য আকর্ষণীয় পুরষ্কার প্রদান করেন। এ সময় উত্তরা মোটর্স লিমিটেডের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলারবৃন্দ এবং উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএডিস মশার বংশবিস্তার রোধে অভিযান ৭ ভবন মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধপৃথিবীর কাছে আসছে বৃহস্পতি, জ্বলজ্বল করবে রাতের আকাশে