উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণপশ্চিম এলাকায় সভাসমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ সংক্রান্তে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। খবর বাসসের।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা হতে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভাসমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ সংক্রান্তে জারিকৃত নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি শুক্রবার হতে প্রত্যাহার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক