জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে আগামী ৯ জানুয়ারি সন্ধ্যে ৭টায় উত্তরাধিকারের নতুন নাটক ‘কল্পলোকে রঙ্গালয়’ মঞ্চস্থ হবে। সত্যজিৎ রায়ের ‘অপ্সরা থিয়েটার মামলা’ছোটো গল্পটি নাট্যরূপ দেন অরিন্দম গাঙ্গুলি। সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন মঈন উদ্দিন কোহেল।
নাটকটিতে দেখা যায়, প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানে বিক্ষত পেশাদারি থিয়েটার চর্চারত মহিতোষ নামে এক অভিনয়–শিল্পীর নিখোঁজ হওয়ার তোলপাড় ঘটনার রহস্য উন্মোচনে বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র তথা ফেলুদার বুদ্ধিদীপ্ত কর্মকৌশল। ফুটে ওঠে থিয়েটার ব্যবসায়ী ভিখারিমল ঝুনঝুনওয়ালা ও বেনিয়া প্রমোটারের অসৎ উদ্দেশ্যের কালো ছায়ায় পেশাদার থিয়েটারের বীভৎস চেহারা!
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন গৌতম চৌধুরী, অসিত দাশ পুলক, মোহাম্মদ আলী টিটো, জামাল খান জয়, জাহিদুল ইসলাম সবুজ, বিটু ভৌমিক, রাজিউল হাসান, গৌরী নন্দিতা, মাহমুদ রাসেল, রমিতা ভৌমিক, পরিতোষ দাশ বিমল, রণধীর দে, বিপ্লব দাশ, সুনয়ন দেবনাথ, নন্দিনী দত্ত ও মেহেদী ইমন। প্রেস বিজ্ঞপ্তি।












