ভারতের উত্তরপ্রদেশে কটি জেসিবি লোডারের (অটো) সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবর বাংলানিউজের।
মঙ্গলবার রাতে কানপুরের সাচেন্দি এলাকায় একটি জেসিবি লোডারের (অটো) সঙ্গে দিল্লিগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।