উত্তম তালুকদারের ১১তম একক চিত্র প্রদর্শনী

| সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চিত্রশিল্পী উত্তম তালুকদারের ১১তম একক চিত্র প্রদর্শনী গত ২৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভাস্কর অলক রায়, চিত্রশিল্পী ও শিক্ষক খাজা কাইউম, লেখক অনুবাদক আলম খোরশেদ, চিত্রশিল্পী সৌমেন দাশ, অধ্যাপক সমীর তালুকদার এবং উত্তম তালুকদারের বড় বোন মমতার পরিচালক সমন্বয় স্বপ্না তালুকদার।

বক্তারা বলেন, মানব সভ্যতার ইতিহাসে চিত্রশিল্প এক প্রাচীন শিল্প। মানুষের মনের গভীরে লুক্বায়িত নানা ভাবনা ফুটে ওঠে শিল্পীর তুলিতে, ভাস্কর্যে বা খোদাই কর্মে। যার প্রমাণ গুহাবাসী মানুষের গুহার ভিতরে করা চিত্রকর্মগুলো। সেই থেকে এখনও এই শিল্পচর্চা নিরবধি বয়ে চলেছে ফল্গুধারার মতো।

আলম খোরশেদ বলেন, চট্টগ্রামে চিত্রশিল্পের বাজার নেই। নেই পৃষ্ঠপোষকতা। অথচ বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রামেই রয়েছে বিভিন্ন তারকাখচিত হোটেল ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্বনামধন্য সংগঠন। চট্টগ্রামের শিল্পীদের আঁকা চিত্রকর্ম দিয়ে তাদের প্রতিষ্ঠান সুসজ্জিত করার আহ্বান জানান তিনি।

অধ্যাপক সমীর তালুকদার ও স্বপ্না তালুকদার শোনান শত বাধাবিঘ্ন উপেক্ষা করে উত্তমের এগিয়ে যাওয়ার গল্প। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী নূরী আকবর চৌধুরী। প্রদর্শনী চলবে আজ ৩১ অক্টোবর পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি বৌদ্ধ ছাত্র পরিষদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন
পরবর্তী নিবন্ধবিএনপির ৯ নেতাকর্মী আটক