উত্তপ্ত নেপচুনের মতো এক্সোপ্ল্যানেট আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

উত্তপ্ত নেপচুনের মতো নতুন এক এক্সোপ্ল্যানেট বা আামাদের সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কার করেছেন নাসা’র জ্যোতির্বিজ্ঞানীরা, যেটি এক বামন তারা’র আশপাশের কক্ষপথে ঘুরছে বলে দাবি তাদের। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র স্পেস টেলিস্কোপ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেস ব্যবহার করে ‘টিওআই৩২৬১ বি’ নামের এক্সোপ্ল্যানেটটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। গবেষকরা বলছেন, এখন পর্যন্ত এ ধরনের যতগুলো এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ‘টিওআই৩২৬১ বি’এর অবস্থান চতুর্থ।

আর এ ধরনের এক্সোপ্ল্যানেট কীভাবে তৈরি হয়েছে তা গবেষণার জন্য আদর্শ প্রার্থী হতে পারে এটি। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’, যেখানে এক্সোপ্ল্যানেটের আচরণ সম্পর্কে বিশদ বর্ণনা করেছেন গবেষকরা। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ‘অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী এমা নাবি। পৃথিবী থেকে ৯৭৯ আলোকবর্ষ দূরে অবস্থিত এই এক্সোপ্ল্যানেট। প্রতি ২১ ঘণ্টায় নিজের থেকে ২৫ লাখ কিলোমিটার দূরে থাকা এক কমলা রঙের বামন তারা’কে প্রদক্ষিণ করে চলেছে এটি। আকারে আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের সমান ‘টিওআই৩২৬১ বি’। তবে নেপচুনের চেয়ে এটি দ্বিগুণ ঘন এবং পৃথিবীর চেয়ে প্রায় ৩০ গুণ ভারী বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট কসমস।

পূর্ববর্তী নিবন্ধআলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে, রাশিয়ার হামলা
পরবর্তী নিবন্ধসৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেফতার