উড লেবার ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কনস্ট্রাক্টশন এন্ড উড লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে সিজেকেএসস্থ রোটারী সেন্টারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন তুহিনের সঞ্চালনায় গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান। প্রধান বক্তা ছিলেন কনস্ট্রাক্টশন এন্ড উড ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটু, বিশেষ অতিথি ছিলেন বিএলএফের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইয়াছিন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, মো. জসিম উদ্দিন, নুর মোহাম্মদ, উড ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. আরিফুল ইসলাম, সহসভাপতি মোস্তাফা, সুমন, ফেরদৌস জামান মুকুল, নাছির উদ্দিন, জাকির হোসেন জাহাঙ্গীর, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসেন, শামিম ও বেলাল। সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়নের চালিকাশক্তি নির্মাণ শ্রমিকরা। তাদেরকে বঞ্চিত রেখে দেশ এগিয়ে নেওয়া যাবে না। তাই এদেরকে পুনর্বাসনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রণোদনা, রেশনি ব্যবস্থাসহ অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সাথে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু