উড়োজাহাজ দুর্ঘটনা ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচার নিয়ে সতর্ক করল রাশিয়া

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

কাজাখস্তানের আকতাউয়ে রাশিয়াগামী যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় ৩৮ জন নিহতের ঘটনায় ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মস্কো। খবর বিবিসির। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজন উড়োজাহাজ বিশেষজ্ঞ ধারণা করেছেন, আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইটটি রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের আকাশে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীক্রু ছিলেন। এর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজ দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধহলিউড-বলিউড ছাড়িয়ে শীর্ষে শাকিব খানের ‘তুফান’!
পরবর্তী নিবন্ধমরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ