উড়োজাহাজের চাকার গর্তে মিলল মৃতদেহ

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন হাওয়াইয়ের মাউয়ি দ্বীপের বিমানবন্দর কর্মীরা। ইউনাইটেড এয়ারলাইন্সের (ইউএএল) একটি উড়োজাহাজ সেখানে অবতরণ করার পর চাকার গর্ত থেকে উদ্ধার হল একজনের মৃতদেহ। খবর বিডিনিউজের। গত মঙ্গলবার শিকাগো শহর থেকে ফ্লাইট ২০২ মাউয়ি দ্বীপের কাহুলুই বিমানবন্দরে অবতরণ করার পর সেখানকার কর্মীরা আবিষ্কার করে উড়োজাহাজের চাকার গর্তে একটি মৃতদেহ পড়ে আছে। উড়োজাহাজের এই অংশটি একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডিং গিয়ার। মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। উড়োজাহাজের চাকার গর্তটি কেবলমাত্র বাইরে থেকেই খোলা ও বন্ধ করা যায়। সেকারণে ওই ব্যক্তি কীভাবে গর্তের কাছাকাছি গেলেন এবং এর ভেতরে গেলেন সেটি স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে বিবৃতি প্রকাশ করে সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাউয়ির পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

পূর্ববর্তী নিবন্ধডলারের বিপরীতে রুপির অব্যাহত পতন
পরবর্তী নিবন্ধব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী