উছুলে ছাবআ অনুসরণ করলে সমাজে শান্তি বিরাজ করবে

বোয়ালখালীতে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহসভাপতি ও নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, গাউছুল আজম মাইজভাণ্ডারী কর্তৃক প্রবর্তিত উছুলে ছাবআ বা সপ্ত পদ্ধতি অবলম্বন করলে সমাজে শান্তি বিরাজ করবে।

গতকাল রোববার বোয়ালখালীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চরণদ্বীপ দায়রা শাখার মাসিক মাহফিল উদ্বোধন ও বার্ষিক মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, যারা উছুলে ছাবআ বা সপ্ত পদ্ধতি অবলম্বন করে তারা কোনো অন্যায় কাজে জড়িত হয় না। কারণ তাদের চিন্তা ও চেতনায় থাকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। এ লক্ষ্য অর্জনে মাইজভাণ্ডারী তরিকার অনুসারীরা মগ্ন থাকে।

চরণদ্বীপ দায়রা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ ও চরণদ্বীপ দায়রা শাখার মুহাম্মদ জাবেদুল আলম সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন জমিদাতা সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, ইশফার মাহতাব উল্লাহ, জহির উদ্দিন মো. বাবর, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, ব্রিটেনের মিনিস্ট্রি অব জাস্টিজের মুসলিম চ্যাপলেইন শায়খ মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক আবদুল করিম। মাহফিলে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলার সভাপতি পারভেজ উদ্দীন ও মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি এমবিএ অ্যাসোসিয়েশনের ব্যাচ কোঅর্ডিনেটরস সম্মেলন
পরবর্তী নিবন্ধরাস্তার কাজের কোনো ত্রুটি হলে শাস্তির আওতায় আনা হবে