উচ্ছেদের তিনদিনের মাথায় ফুটপাতে আবার হকার, চসিকের অভিযানে অপসারণ

নিউমার্কেট এলাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

উচ্ছেদের তিনদিনের মাথায় গতকাল রোববার নিউমার্কেটসহ আশপাশের এলাকার ফুটপাত দখলে নিয়েছে হকাররা। তবে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাদের সরিয়ে দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার এতে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী। তিনি শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেট থেকে ফলমন্ডি পর্যন্ত সড়ক ও ফুটপাতে অস্থায়ীভাবে বসা বেশ কিছু ভাসমান দোকান অপসারণ করেন। এছাড়া চলাচলের রাস্তা, ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও মোটরসাইকেল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেন।

একইদিন তিনি চট্টগ্রাম কলেজ মোড় থেকে চকবাজার লালচাঁদ রোড এলাকায় ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে উঠা ২০ টি দোকান অপসারণ করে রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধকে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের