উচ্চ ভোল্টের বিদ্যুৎ লাইনে যুবক, নামানো হলো আজান দিয়ে

আজাদী অনলাইন | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:২৭ অপরাহ্ণ

উচ্চক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে চূড়ায় উঠে বসে ছিল এক যুবক। কারও কথাও শুনছিল না। পরে পাশে এক মসজিদের মাইকে আজান দিয়ে তাকে নামানোর ব্যবস্থা করে ফায়ার সার্ভিস।

আজ রবিবার(২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বায়েজিদ লিংক রোডের বাংলাবাজার তারা গেইট সংলগ্ন সিভিও পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

সঞ্চালন লাইনে বসে থাকা যুবকের নাম মো. নাছির। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।

স্থানীয়রা জানায়, নাছির প্রায় সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় উপরে উঠে বসে থাকে। তবে কখনো বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে নেমে আসে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবীর হোসেন বলেন, “নাছির নামের এই মানসিক ভারসাম্যহীন যুবক ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে উঠে বসেছিল। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মাইকিং করে নামানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবে তাকে নামানো সম্ভব হচ্ছিল না। স্থানীয়দের কাছ থেকে জেনে মাইকে আজান দেওয়ার ব্যবস্থা করি। আজান শুনেই সে সঞ্চালন লাইন থেকে নেমে আসে।”

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ফোনের অস্বাভাবিক ডিসকাউন্টের নামে প্রতারণা
পরবর্তী নিবন্ধকমেছে শনাক্তের হার