উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্তের দাবি চবি শিক্ষক সমিতির

অডিও ফাঁস

চবি প্রতিনিধি | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চবি শিক্ষক সমিতি। পাশাপাশি রাষ্ট্রীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্তের দাবিও করেছে সংগঠনটি।
গতকাল রোববার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানান তারা। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অডিও ফাঁস হয়েছে মর্মে অডিও ক্লিপসহ কিছু সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মর্মাহত ও উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ অন্যান্য নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ শিক্ষক সমাজ ও অত্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রাষ্ট্রীয় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য শিক্ষক সমিতি দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ফার্সি বিভাগের শিক্ষক নিয়োগ সংক্রান্ত তিনটি অডিও ফাঁস হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পদে ১২ লাখ, চতুর্থ শ্রেণি পদে ৮ লাখ, অফিসার পদে ১৫ লাখ ও শিক্ষক নিয়োগে ১৬ লাখ টাকার উপরে লেনদেন হয় বলে অডিও ক্লিপগুলোতে উঠে আসে।

পূর্ববর্তী নিবন্ধমহীয়সী এক নারীকে আবিষ্কারের চেষ্টা
পরবর্তী নিবন্ধসৌদি যেতে কোভিড পরীক্ষার ঝামেলা কমল, লাগবে বীমা