উচ্চ আদালতে মগনামার চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর প্রার্থিতা বহাল

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

অনেক নাটকীয় শেষে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মগনামার সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীর প্রার্থিতা পুনর্বহাল করেছে হাইকোর্ট। গত ১৭ নভেম্বর মার্কা পেয়ে ব্যাপক শোডাউন করে এলাকায় আসেন তিনি।
জানা যায়, গত ৪ নভেম্বর পেকুয়ায় যাচাই-বাছাইয়ের দিন মগনামার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর নির্বাচন সংক্রান্ত ব্যাংক একাউন্ট যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় সাময়িকের জন্য অবৈধ ঘোষণা করলেও পরে তা পূরণ করায় সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কিন্তু এর পরদিনই একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন ইউনুছ চৌধুরীর প্রার্থিতা বাতিলের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করেন। ৯ নভেম্বর দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা দীর্ঘ শুনানি শেষে পরিপত্র অনুযায়ী মনোনয়ন দাখিলের আগে ব্যাংক হিসাব না খোলায় ইউনুছ চৌধুরীর দাখিলকৃত মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করেন। পরে জেলা নির্বাচন অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ইউনুছ চৌধুরীর প্রার্থিতা বহাল রেখে তাকে মার্কা প্রদান করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ইউনুছ চৌধুরীর মনোনয়ন বহাল রেখেছে উচ্চ আদালত। আদেশের কপি পেয়ে তাকে ‘ঢোল’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয় সরকারি কর্মচারী সমিতির স্মারকলিপি
পরবর্তী নিবন্ধগবেষণায় ভালো করতে হলে সঠিক পদ্ধতি গ্রহণ জরুরি