উচ্চ আদালতে বৈধতা পেল নৌকার প্রার্থীর মনোনয়ন

ছনহরা ইউপির উপ-নির্বাচন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের রায়ে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বৈধতা পেল নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন। গতকাল বুধবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে এবং রুলনিশি জারি করা হয়। এর আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল বিভাগের কর্মকর্তা দুইজনেই ঋণ খেলাপির অভিযোগে এ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

জানা গেছে, আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন বাতিল করা হয়।

এরপর রাসেল হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একটি রিট মামলা করেন। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের আদালতে শুনানি শেষে রাসেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবিদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ
পরবর্তী নিবন্ধ‘আদালতে সাক্ষ্য দেয়ায়’ কৃষকের ধান নদীতে ফেলল দুর্বৃত্তরা