উচ্চারণ নাট্য সমপ্রদায়ের ৩৪ বছর পূর্তি অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে আলোচনা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করেন উচ্চারণের দল প্রধান শামিম আহমেদ । ২য় পর্বে সন্ধ্যা ৭ টায় উচ্চারণ মিলনায়তনে পরিবেশন করে ২টি নতুন প্রযোজনা এডওয়ার্ড অ্যালবি এবং উডি এলেন রচিত – দা জু স্টোরি ও ডেথ নকস। নাটক ২টি অনুবাদ করেছেন অধ্যাপক কাজী মস্তাইন বিল্লা। অভিনয়ে কালিচরন বিশ্বাস ও প্রীতম চক্রবর্তী। মঞ্চ, সেট, সংগীত, আলোক পরিকল্পনা এবং নির্দেশনায় শামিম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।












