‘শৈশবেই বুনন হোক সাম্যের মনন’ এই স্লোগান নিয়ে উচ্চারক শিশু কুঞ্জের আয়োজনে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুদিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ ও নির্বাহী পরিষদ সদস্যদের প্রস্তুতি সভা গত ৭ সেপ্টেম্বর নগরীর এম এম আলী রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উচ্চারকের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের।
সভায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদের সদস্য লেখক ও সংগঠক খন রঞ্জন রায়, লেখক ও সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার, সাংবাদিক ও পরিবেশকর্মী আলিউর রহমান, কবি ও অধ্যাপক বাবলা চৌধুরী, উচ্চারক শুভানুধ্যায়ী সদস্য সাংবাদিক সাইদুল ইসলাম, লেখক ও সাংবাদিক রেজা মুজাম্মেল, মাইজভান্ডারী একাডেমির সংগঠক শামসুল ইসলাম, প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী, সংস্কৃতিসেবী ইয়াছিন বাঙালি, নাট্যশিল্পী ও ব্যাংকার বেলাল আহমেদ জুয়েল, আবৃত্তিশিল্পী খুরশীদ আলম, মাসুদ তালুকদার, উচ্চারকের সহসভাপতি এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদ উদ্দিন, সদস্য সাগর ভট্টাচার্য, তুলতুল চৌধুরী, সঞ্জয় দাশ, তাফসিরুল ইসলাম, রুবাইয়া বিনতে আকবর, কাশপিয়া কাসেম, কাসিফ মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












