উচ্চারকের ২৪তম আবৃত্তি কর্মশালার নিবন্ধন প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

স্বনামধন্য আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে ২৪তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার নিবন্ধন শুরু হয়েছে। চার মাসব্যাপী এই কর্মশালায় আঠারো ঊর্ধ্ব যেকোনো বয়স ও পেশার আগ্রহীরা ভর্তি হতে পারবেন। আগামী ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় নগরীর দামপাড়া এম এম আলী রোডে টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজে উচ্চারকের নিজস্ব কার্যালয়ে ক্লাস শুরু হবে।

কর্মশালায় প্রমিত বাংলার শুদ্ধ উচ্চারণ, কবিতার ছন্দ, ভাবরস, স্বর প্রক্ষেপণ, জড়তা দূরীকরণ, উপস্থাপনা, বেতারটেলিভিশনে সংবাদ পাঠ, কণ্ঠশীলন ও মাইক্রোফোনের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী, সাংবাদিক, কবিসাহিত্যিক এবং বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। যোগাযোগ : ০১৯২১৯০৭৯৯৭। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানববন্ধন চলাকালে গাঁজা কিনতে এসে ধরা দুজন, পালালেন ‘জলইক্যা’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫৩০ জন প্রান্তিক কৃষক পেলেন বীজ ও সার