উচ্চারকের ২৩, কথা কবিতা গানে মুখর

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে গত ৩ জানুয়ারি সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত এ সন্ধ্যা কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়।

উচ্চারকের প্রতিষ্ঠাতা সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও সাংবাদিক এজাজ ইউসূফী, কবি রিজোয়ান মাহমুদ, চবি অধ্যাপক কবি হোসাইন কবির, কবি স ম বখতিয়ার, কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া, ছড়াশিল্পী উৎপল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও সাধারণ সম্পাদক শাহ আলম, কবি ও নাট্যজন স্বপন মজুমদার, চবির অধ্যাপক ও সংগঠক মাছুম আহমেদ, সংগীতশিল্পী আব্দুর রহিম, নাট্যনির্দেশক শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, লেখক ও সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, লেখক খনরঞ্জন রায়, কবি সহিদ মিয়া বাহার, কথাশিল্পী জাহেদ মোতালেব, কবি অনুপমা অপরাজিতা, কবি ও অধ্যাপক বাবলা চৌধুরী, গীতিকার ও সুরকার রঞ্জিত কুমার শীল, নাট্যনির্দেশক তাপস শেখর ও সুচরিত চৌধুরী টিংকু, অধ্যাপক বিকিরণ বড়ুয়া, শিক্ষক সাজিয়া শারমিন, আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম, উর্মী চৌধুরী, অনির্বাণ চৌধুরী ও ইলিয়াস শাহী।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মাঈনুদ্দিন কোহেল, কান্তা দে, মন্দিরা চৌধুরী, তুলতুল চৌধুরী ও অয়ন্তিকা দত্ত। আবৃত্তি পরিবেশন করে রাদিয়া জাহেদ। স্বাগত বক্তব্য রাখেন উচ্চারক সহসভাপতি এ এস এম এরফান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চারক সহসভাপতি মৌসুমী চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন ও উচ্চারক সদস্য সাগর ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসঙ্গীতের মাধ্যমে দেশপ্রেমের উজ্জীবন ঘটে