উচ্চারকের ২০ বছর পূর্তি অনুষ্ঠান আজ

| মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

‘বুকে বাজে দ্রোহের বীণা, মুখে সত্য উচ্চারণ-আমরা মুক্ত উচ্চারক’ এই স্লোগানকে ধারণ করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ ২১ বছরে পদার্পণ করেছে। ২০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রয়েছে বর্ষপূর্তির আয়োজন।

এতে শুভেচ্ছা বিনিময়, আবৃত্তি আড্ডা, স্মৃতিচারণ, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যজন, সঙ্গীতশিল্পী ও আবৃত্তিশিল্পীরা।

উচ্চারক সভাপতি ফারুক তাহের ও সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন এই আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলহাজ্ব জামির হোসেন
পরবর্তী নিবন্ধআজ চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভা