রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে গত ১২ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ শিরোনামে আবৃত্তি, গান ও কথামালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উচ্চারকের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অতিথি আলোচক ছিলেন কবি, সাংবাদিক ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খান এবং কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার। স্বাগত বক্তব্য রাখেন উচ্চারকের সহসভাপতি মৌসুমী চক্রবর্তী।
আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিশীল কাজের জন্য বাঙালির কাছে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। দুই বাংলার মধ্যে তিনি তৎকালীন পূর্ববাংলা তথা আজকের বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও সমাজব্যবস্থার নিরিখেই অধিকাংশ গান, কবিতা, ছোটগল্প ও উপন্যাস রচনা করেছেন। কারণ তাঁর অন্তরাত্মা জুড়ে ছিল এখানকার মানুষের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা। হামিদ উদ্দিনের সঞ্চালনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী অনিন্দিতা সেনগুপ্তা, তামান্না তুসি, স্নেহা সাহা ও তুলতুল চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী বনকুসুম বড়ুয়া, সুপ্রিয়া চৌধুরী, সাফা মারওয়া, প্রজ্ঞা পারমিতা ও মিথিলা মল্লিক, উচ্চারক আবৃত্তি কুঞ্জের অথৈ মজুমদার, দিপা দাশ, ফারহিন মাহমুদ খান, সঞ্জয় দাশ, সাইয়ারা সালসাবিল, পাপড়ি দে, রুবাইয়া বিনতে আকবর, তাফসিরুল ইসলাম, শিশু কুঞ্জের শিল্পী রাদিয়া জাহেদ, অনিরুদ্ধ বিশ্বাস, রাইসা জান্নাত নাবিলা, ২৩তম আবর্তনের অদিতি মণি অর্চি, কাসিফ মাহমুদ ও তাহসিনা তাহমিন। উচ্চারক সহসভাপতি এএসএম এরফানের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘বর্ষার গান’ পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। এতে অংশগ্রহণ করেন এএসএম এরফান, মৌসুমী চক্রবর্তী, তারানা কবির, দিপা দাশ মিতু, হামিদ উদ্দিন, সঞ্জয় দাশ, তুলতুল চৌধুরী, শমিতা সাহা, সাইয়ারা সালসাবিল, পাপড়ি দে, তিন্নি বৈদ্য ও তাফসিরুল ইসলাম। তবলায় সঙ্গত করেন সাগর ভট্টাচার্য্য। ফারুক তাহেরের নির্দেশনায় উচ্চারক শিশু কুঞ্জ পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘সুপ্রভাত’। এতে অংশগ্রহণ করে ফাবিহা তাহের আবৃত্তি, রাদিয়া জাহেদ, ফারাহ তাহের প্রকৃতি, পূর্ণাশ্রী দেবী, অনিরুদ্ধ বিশ্বাস, রাইসা জান্নাত নাবিলা, দীপা দত্ত, দেবদূহিতা ঘোষ, দেবস্মিতা নন্দী শ্রেয়া। সমাবর্তন শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হাবিবা চৌধুরী ও উচ্চারক সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন। প্রেস বিজ্ঞপ্তি।