উচ্চারকের ‘ভাদরে নজরুল’

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের নজরুল স্মরণ অনুষ্ঠান ‘ভাদরে নজরুল’ গত মঙ্গলবার নগরীর দামপাড়ায় টেলেন্ট স্কুল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয। উচ্চারকের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, লেখক ড. এনএইচএম আবু বকর। আলোচক ছিলেন নজরুল গবেষক অধ্যাপক বাবলা চৌধুরী ও খনরঞ্জন রায়।

উচ্চারক সহসভাপতি এএসএম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন মেরুর হোসেন, সজল চৌধুরী, মৌসুমী চক্রবর্তী, খুরশীদ আলম, জুয়েনা আফসানা, সন্দীপন সেন একা, মোহাম্মদ মুজিবুল্লাহ, তুলতুল চৌধুরী, সমিতা সাহা, সাগর ভট্টাচার্য, তিন্নি বৈদ্য, অদিতি মণি অর্চি, স্নিগ্ধা বড়ুয়া, অর্পিতা ধর, পূর্ণাশ্রী দেবী, দিপা দত্ত ও দেবদূহিতা ঘোষ। বিশিষ্ট সঙ্গীতশিল্পী মো. মোস্তফা কামাল, কান্তা দে ও মৌটুসী আফরিন তিতলি পরিবেশিত নজরুল সঙ্গীতে তবলায় সঙ্গত করেন সাগর ভট্টাচার্য।

দিপা দাশ মিতুর নির্দেশনায় ছোটদের বৃন্দ আবৃত্তি ‘খোকার সাধ’এ অংশগ্রহণ করেছে উচ্চারকের শিশুশিল্পী সুহায়লা সুবাহ, মোশাররফ রেজা, রাফিয়া জাহেদ, মো. ইব্রাহিম, রাইয়ান মম, জান্নাতুন নাঈম, আদ্রিতা বড়ুয়া, ফাইজান ফয়সাল, ফারিহা তাহের গল্প, রুমাইসা মাহরীন, জুওয়াইরিয়া মাহরীন, রাবিবা মাহমুদ, বুশরা আহমেদ রামিন, মোহাম্মদ জুবাইর, ওয়াজিহা আবদুলাহ, জোহালেব আব্দুল্লাহ। ফারুক তাহের নির্দেশিত বড়দের বৃন্দ আবৃত্তি ‘যেদিন আমি হারিয়ে যাবো’এ অংশগ্রহণ করেছেন এএসএম এরফান, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন সাগর ভট্টাচার্য্য, শমিতা সাহা, তুলতুল চৌধুরী, সঞ্জয় দাশ, কাসিফ মাহমুদ, তিন্নী বৈদ্য, তাফসিরুল ইসলাম, মো. মোরতাজুল ইসলাম ও শারিয়া চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেইমের ‘বাল্মীকি প্রতিভা’র ১ম মঞ্চায়ন আজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.১১ কোটি টাকা