উচ্চারক আবৃত্তি কুঞ্জের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা গত ২১ অক্টোবর নগরীর এম এম আলী রোডের ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজে উচ্চারক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শুভানুধ্যায়ী পরিষদের সদস্য কবি ও বাউল গবেষক স্বপন মজুমদার।
বিগত নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন মৌসুমী চক্রবর্তী। অর্থসম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন শামীমা ইয়াছমিন। পরে ২০২২-২০২৪ সালের জন্য ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন উচ্চারকের প্রতিষ্ঠাতা আবৃত্তিশিল্পী সাংবাদিক ফারুক তাহের। সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা ইয়াছমিন।
নির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি এ এস এম এরফান ও মৌসুমী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক এ্যানি চৌধুরী, অর্থ সম্পাদক দিপা দাশ মিতু, দপ্তর সম্পাদক মন্দিরা বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হামিদ উদ্দিন, নির্বাহী সদস্য মামুনুল আমিন, মু. সাজ্জাদ তপু, মো. আশরাফুল আলম, শাহ হোসাইন, রাকিব রায়হান, নিলুফার সিরাজী, পুণম দত্ত ও রোকসানা আফরিন সিলভিয়া।
কাউন্সিলে বক্তব্য দেন উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য সংস্কৃতিজন সজল চৌধুরী, চবি. নাট্যকলা বিভাগের শিক্ষক সুবীর মহাজন, কবি ও সাংবাদিক সুজিত সাহা ও মামুনুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।