উচ্চশিক্ষাসহ প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্ব

আইআইইউসির অনুষ্ঠানে প্রফেসর আনোয়ারুল আজিম

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ইংলিশ ডিপার্টমেন্ট পরিচালিত এমএ ইএলএল ও ইএলটি প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার রাত আটটায় নগরীর জিইসি মোড়স্থ এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখানে ইংরেজি ভাষাজ্ঞান প্রয়োগ করেই আমাদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। বিদেশ গমন, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্ব।
আইআইইউসি ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. শাহ মুহাম্মদ ছানাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন ড. মুহাম্মদ রিয়াজ মাহমুদ। ড. মুহাম্মদ আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী, মুহাম্মদ সরওয়ার আলম।
উপস্থিত ছিলেন ইংলিশ বিভাগের শিক্ষক তাহের সেলিম, ড. মাহি উদ্দিন, ইয়াসিন শরীফ, ইফতেখার উদ্দিন, তাজ উদ্দিন, মুহিব উল্লাহ, ইকবাল হোসেন, একাউন্স এন্ড ফাইন্যান্স ডিভিশনের ডাইরেক্টর আফজাল আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তাসবীর হোসাইন, তারিক আজিজ, সাকিবুল আলম, অম্লান বড়ুয়া, শু শু মারমা, ফরহাদ ইকরাম, ফারিহা মাহমুদ, শাহনাজ মুসলেহ, মাহিয়া মরিয়ম, ফয়েজ উন নেছা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজিবুল হক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন