উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল কাভার্ড ভ্যান

আখতারুজ্জামান ফ্লাইওভারে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ, ভোগান্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের র‌্যাম্পের হাইট ব্যারিয়ারের (উচ্চতা প্রতিবন্ধক) সঙ্গে ধাক্কা লেগে একটি কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল; ভোগান্তি হয় মানুষের। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ফ্লাইওভারের ২ নম্বর গেট বায়েজিদ অংশের র‌্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মালবাহী কাভার্ড ভ্যান ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার র‌্যাম্পে হাইট ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগে। এতে আখতারুজ্জামান ফ্লাইওভারের র‌্যাম্পটিতে ওঠা বিভিন্ন যানবাহন দীর্ঘ যানজটে আটকা পড়ে।

সিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শামীম হোসেন সাংবাদিকদের বলেন, ফ্লাইওভারের বায়েজিদ অংশের র‌্যাম্প দিয়ে নামার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লাগলে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ওই লেনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশনে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা