কাপ্তাই উপজেলার হেডম্যান সমিতির সভাপতি এবং ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উচিং থোয়াই চৌধুরী বাবলু (৫৮) গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই পুত্র সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। বাবলুর মৃত্যুতে হেডম্যান সমিতির সাধারণ সম্পাদক থোয়াই অং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মো. নাসির গভীর শোক প্রকাশ করেন।