উগ্রবাদের বিস্তার রোধেও রোভার স্কাউটরা ভূমিকা রাখতে পারে

প্রশিক্ষণ কর্মশালায় অভিমত

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের সহযোগিতায় ও এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে ‘উগ্রবাদ ও সহিংসতা রোধে রোভার স্কাউটদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ৬আগস্ট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় ও এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফজিলাতুন্নেছা ডলি, রোভার লিডার মো. রফিক, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার,অফিস সহকারি মো. শাহজাহান ভূইয়া প্রমুখ। বিভিন্ন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মো. নাসির উদ্দীন, প্রশিক্ষণ কর্মকর্তা শবনম মোস্তারী ও ওয়াহেদ তালুকদার। বক্তারা বলেন, যুব সমাজের একাংশ নানাবিধ অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।বিশেষ করে উগ্রবাদ,সন্ত্রাসবাদ ও সহিংসতাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে সমাজে ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নিজ পরিবার, প্রতিষ্টান, যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টিতে রোভার স্কাউটের সদস্যরা ব্যাপক ভূমিকা পালন করছে এবং দেশের যে কোন দুর্যোগে যেমন রোভার স্কাউটরা কাজ করে তেমনি এসব বিষয়েও কাজ করতে পারে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়,সরকারি, বেসরকারি কলেজ ও মুক্ত দলসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসমাজ পরিবর্তনে মানবসেবার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান