উগ্রবাদিতা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:০০ পূর্বাহ্ণ

বর্তমান পৃথিবীতে প্রায় ৪,৩০০টির মতো ধর্ম রয়েছে। আমাদের দেশে ইসলাম ও হিন্দু ধর্মসহ আরো বেশ কিছু ধর্ম রয়েছে। তবে আমাদের দেশে ইসলাম ধর্ম অনুসারীদের সংখ্যা-ই বেশি। প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে। বিশেষ দিনে এ সংস্কৃতিগুলো পালন করা হয়। কিন্তু কোনো ধর্মশাস্ত্রেই অন্য ধর্মকে নিয়ে কটুক্তি কিংবা অবমাননা করার কথা উল্লেখ নেই। তা সত্ত্বেও ইদানীং কালে আমাদের দেশে এটাই বেশি হচ্ছে।
প্রত্যেক ধর্মেই উগ্রবাদী কিছু মানুষ রয়েছে। এ ধরনের অপ্রত্যাশিত কাজ সাধারণত তাদের দ্বারাই হয়। যাঁরা তাঁদের অন্তরে সারাক্ষণ সাম্প্রদায়িক চেতনা লালন-পালন করে। এ সাম্প্রদায়িক চেতনা লালন-পালন করা থেকে প্রত্যেক ধর্মের অনুসারীদের ই দূরে থাকতে হবে। নইলে সমাজে শান্তি ফিরে আসবে না। তাই আসুন সমাজে শান্তি প্রতিষ্ঠায় যাঁর যাঁর ধর্ম সে সে পালন করি। অন্য ধর্মকে নিয়ে কটুক্তি কিংবা অবমাননা করা বন্ধ করি। আমাদেরকে হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি সরকার কর্তৃপক্ষকে অনুরোধ করবো যাতে সজাগ দৃষ্টি রাখে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মো. আল-আমিন, বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধনৈতিকতা ও মানসিক বিকাশে পরিবার