উগান্ডাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

নারী কাবাডি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

নারী কাবাডি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। শুরুর জড়তা দ্রুতই কাটিয়ে উঠে বাংলাদেশের স্মৃতিরূপালিরা। উগান্ডার বিপক্ষে দারুণ জয় দিয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ১১ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের উপস্থিতি, গ্যালারি ভরা ছাত্রছাত্রীর করতালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে কাবাডি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২২২ পয়েন্টে হারায় বাংলাদেশ। মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে মেয়েরা। আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথমার্ধে লড়াই জমিয়ে তুলেছিল। তবে ঠিকই ১৪১২ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি।

এ অর্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মেয়েরা ম্যাচ জিতে নেয় ৪২২২ পয়েন্টে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রতিশ্রুতি দিলেন আরও ভালো খেলার। ‘প্রথমত, শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সাথে খেলিনি, ওদের খেলা আমাদের বুঝতে একটু সময় লেগেছে আর কি। ওর জন্য শুরুতে একটু গোলমাল হয়েছে আমাদের খেলায়। প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে এরকম। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় দিব ইনশাআল্লাহ।’

পূর্ববর্তী নিবন্ধজয়ের সুযোগটা নিতে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআরও এক সম্মাননায় ন্যান্‌সি