উখিয়া সীমান্তে গোলাগুলি, পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া সীমান্তে একদল ‘মাদক কারবারির’ সঙ্গে গোলাগুলির পর পৃথক অভিযানে প্রায় পৌনে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিজিবির কঙবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের লাল বড় পাহাড় এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ দুই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, যাদের ‘মাদক কারবারি’ বলছে বিজিবি।
মেহেদী হোসাইন কবির বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে লাল বড় পাহাড় এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার দিক থেকে কতিপয় লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামতে নির্দেশ দেন। মাদক কারবারিরা উপস্থিতি টের পেয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। খবর বিডিনিউজের।
মেহেদী বলেন, গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা সঙ্গে থাকা একটি ব্যাগ মাটিতে ফেলে দিয়ে গহিন জঙ্গলের ভিতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করার পর খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এদিকে, শুক্রবার ভোররাতে পালংখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকায় অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির।
তিনি বলেন, ভোররাতে পূর্ব ফাঁড়িরবিল এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ‘মাদক কারবারিরা’ পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ছোট বস্তার ভিতর থেকে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবা বিজিবির কঙবাজার-৩৪ ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানান মেহেদী হোসাইন কবির।
এই ঘটনায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিয়েভ দখলে ফের সংগঠিত হচ্ছে রুশ বাহিনী
পরবর্তী নিবন্ধদৃষ্টি এবার নগর যুবলীগ ও ছাত্রলীগের কমিটিতে