কক্সবাজারের উখিয়ায় বিভিন্নস্হানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। গত সেপ্টেম্বর মাসে ২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৭শ টাকামূল্যের বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি। বিজিবির সুত্রে জানা যায়,এ সময়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জব্দকৃত পণ্য ছিল ইয়াবা ট্যাবলেট। মোট ৯ লাখ ৩৯ হাজার ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার বাজারমূল্য প্রায় ২৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার ৯০০ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
এছাড়াও অভিযানকালে জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে ছিলঃ ১ রাউন্ড গুলি, ৮টি মোবাইল ফোন,৩৮ বস্তা সার, ১টি জাল,১টি ট্রলার,১টি ইজিবাইক ও ১টি মোটর সাইকেল।
এসব মালামালের মূল্যে ১৪ লাখ ৫৮ হাজার ৮ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। বিজিবি’র অভিযানে মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এতে ধৃত আসামির সংখ্যা ১২ জন। পলাতক রয়েছে ১০ জন এবং আরও ২৪ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে কমান্ডিং অফিসার, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন পিএসসি বলেনআমরা ইতোমধ্যে সেপ্টেম্বর মাসে প্রায় ২৮ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হয়েছি, যা আমাদের অঙ্গীকারের একটি বাস্তব প্রতিফলন। তিনি আরো বলেন সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
উখিয়া ব্যাটালিয়নের এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকারই প্রমাণ। নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং তৎপর অভিযানের ফলে সীমান্তে অবৈধ কার্যক্রম দিনদিন হ্রাস পাচ্ছে।